সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে টানা চতুর্থ জয়ে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভুটানের বিপক্ষে তারা জয় পেয়েছে ৩-০ গোলে।
ম্যাচে প্রথম গোল আসে ৩৩ মিনিটে। বদলি খেলোয়াড় স্বপ্নার ডিফেন্সচেরা পাস থেকে তৃষ্ণা রাণী দুর্দান্ত শটে জালে বল পাঠান। এরপর ৬৫ মিনিটে ভুটানের ডিফেন্সে ভুলের সুযোগ নিয়ে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন তৃষ্ণা।
৭৪ মিনিটে দূরপাল্লার চোখধাঁধানো শটে তৃতীয় গোল করেন স্বপ্না, পেনাল্টি মিসের প্রায়শ্চিত্ত করেন এই ফরোয়ার্ড।
বাংলাদেশের রক্ষণভাগ ও গোলরক্ষক মিলি ছিলেন অনবদ্য। ভুটানের কয়েকটি আক্রমণ দক্ষতায় সামাল দেন তারা।
এই জয়ে পিটার বাটলারের দল ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত