1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন

ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠনে বাংলাদেশ-চীন-পাকিস্তানের ঐকমত্য

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫

বাংলাদেশ, চীন ও পাকিস্তান অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নত করার লক্ষ্যে একটি ত্রিপক্ষীয় নতুন প্ল্যাটফর্ম গঠনে সম্মত হয়েছে। সম্প্রতি চীনের কুনমিং শহরে অনুষ্ঠিত এক বৈঠকে এই উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৃহস্পতিবার (১৯ জুন) চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে চীন-বাংলাদেশ-পাকিস্তান উপ-পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরদিন শুক্রবার (২০ জুন) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।

বৈঠকে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী সরাসরি অংশ নেন। পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে তিন দেশই শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশের মধ্য দিয়ে জাতীয় পুনরুত্থান ও আধুনিকায়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার বিষয়ে মতৈক্যে পৌঁছেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এটি বাংলাদেশ-চীন-পাকিস্তান ত্রিপাক্ষিক ব্যবস্থার প্রথম বৈঠক। বৈঠকে আঞ্চলিক সংযোগ জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, ডিজিটাল অর্থনীতি, পরিবেশ সুরক্ষা, সমুদ্রবিজ্ঞান, সবুজ অবকাঠামো, সংস্কৃতি, শিক্ষা ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন খাতে সহযোগিতা উন্নয়নে একমত হয় অংশগ্রহণকারী দেশগুলো।

তবে বৈঠকের বিষয়ে এখনো বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট