বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হারলেও গ্রুপের অন্য ম্যাচে চীনের ৮-০ গোলে লেবাননকে হারানো নিশ্চিত করেছে বাংলাদেশের অগ্রগতি। ফলে সেরা তিন রানার্সআপের একটি হয়ে তারা মূল পর্বের টিকিট পেয়েছে।
‘ই’ গ্রুপে শুরুটা ছিল দুর্দান্ত—লাওসকে ৩-১ গোলে ও পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারায় বাংলাদেশ। শেষ ম্যাচে কোরিয়ার বিপক্ষে তৃষ্ণা রানীর প্রথমার্ধের গোল ছিল স্মরণীয়। পুরো আসরে তৃষ্ণা সর্বোচ্চ চার গোল করেছেন, যার মধ্যে পূর্ব তিমুরের বিপক্ষে হ্যাটট্রিক রয়েছে। সাগরিকা করেছেন তিন গোল, যা দলের সাফল্যে বড় ভূমিকা রেখেছে।
বাংলাদেশ ফুটবলের ইতিহাসে এটি এক অনন্য মাইলফলক। ১৯৮০ সালে পুরুষ জাতীয় দল কুয়েতে এশিয়ান কাপে খেলেছিল, ২০০৫ সালে অনূর্ধ্ব-১৭ নারী দল বাছাই খেলায় অংশ নেয় এবং ২০১৭ ও ২০১৯ সালে দুইবার মূল পর্বে জায়গা করে নেয়। গত জুলাইয়ে জাতীয় নারী দল প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বের টিকিট পাওয়ার পর এবার অনূর্ধ্ব-২০ নারী দলও সেই ধারাবাহিকতায় সফল হলো।
আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ, যেখানে ১২ দল অংশ নেবে। সেখান থেকে সেরা চার দল ২০২৬ সালের পোল্যান্ডে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে খেলবে। এশিয়ান কাপের ইতিহাসে জাপান সর্বাধিক ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে, আর বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া।