
নারী ওয়ানডে বিশ্বকাপে টানা তৃতীয় হারের মুখ দেখলো বাংলাদেশ দল। শেষ ওভারের রুদ্ধশ্বাস লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে হেরেছে নিগার সুলতানার দল।
মঙ্গলবার (বিশাখাপত্তমে) টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩২ রান তোলে বাংলাদেশ। দলের হয়ে অপরাজিত ফিফটি করেন স্বর্ণা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের দ্বিতীয় ওভারেই গোল্ডেন ডাক মেরে ফেরেন ওপেনার তাজিম ব্রিটস। এরপর অধিনায়ক লরা উলভার্টের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন অ্যানেকে বোশ। রান আউটে কাটা পড়ে লরা সাজঘরে ফিরলে ভাঙে সেই জুটি।
এরপর দ্রুতই ফিরে যান বোশ (২৮), অ্যানেরি ডার্কসেন (২), সিনালো জাফতা (৪)। ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে প্রোটিয়ারা।
তবে ষষ্ঠ উইকেটে মারিয়ানা কাপ ও চার্লি ট্রায়নের ৮৫ রানের জুটি দলকে ফিরিয়ে আনে। ৫৬ রান করে কাপ ও ৬২ রান করে ট্রায়ন আউট হন।
শেষদিকে ব্যাট হাতে দায়িত্ব নেন ডে ক্লার্ক। ২৯ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংসে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।
শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ রান। নাহিদা আক্তারের করা ওভারের প্রথম বলেই চার মেরে সমীকরণ সহজ করেন ক্লার্ক। তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে নিশ্চিত করেন রুদ্ধশ্বাস জয়।
৪৯ ওভার ৩ বল খেলে ৭ উইকেটে জয়ের বন্দরে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা, আর টানা তৃতীয় ম্যাচে পরাজয়ের স্বাদ পায় বাংলাদেশ নারী দল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply