1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন

আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচ বাতিল, নতুন প্রতিপক্ষ খুঁজছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

আগামী ১৩ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। তবে সব কিছু চূড়ান্ত হওয়ার পরও শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করা হয়েছে

ফলে আসন্ন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে নতুন প্রতিপক্ষ খুঁজছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)

বুধবার (২৯ অক্টোবর) এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস

আগামী ১৮ নভেম্বর ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারের বিপক্ষে আফগানিস্তানের হোম ম্যাচ হওয়ার কথা ছিল। সেই ম্যাচের প্রস্তুতি হিসেবে ১৩ নভেম্বর বাংলাদেশে একটি প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল আফগানিস্তান। সফরের দিনক্ষণও চূড়ান্ত হয়েছিল, কিন্তু হঠাৎই তারা সিদ্ধান্ত পরিবর্তন করে ম্যাচটি বাতিল করেছে

জানা গেছে, মিয়ানমার বাংলাদেশ সফরে আসতে রাজি না হওয়ায় আফগানিস্তানও বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ বাতিল করেছে

এ বিষয়ে গোলাম গাউস বলেন,

“আফগানিস্তান জানিয়েছে তারা বাংলাদেশে খেলতে আসবে না। কারণ, মিয়ানমার বাংলাদেশে আসতে চাচ্ছে না। ১৩ নভেম্বরের জন্য আমরা ভিন্ন কোনো প্রতিপক্ষ খুঁজছি। কয়েকটি দেশের সঙ্গে কথা হয়েছে, দুই-এক দিনের মধ্যে জানাতে পারব।”

এদিকে, আফগানিস্তানের ম্যাচ বাতিলের পর নতুন প্রতিপক্ষ হিসেবে নেপালের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে। নেপাল ইতিমধ্যেই বাফুফেকে সবুজ সংকেত দিয়েছে বলেও সূত্র জানিয়েছে।

এর আগে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ নেপাল সফরে গিয়েছিল দুটি প্রীতি ম্যাচ খেলতে। এর মধ্যে ৬ সেপ্টেম্বরের ম্যাচটি অনুষ্ঠিত হলেও, দেশটির অস্থির পরিস্থিতির কারণে ৯ সেপ্টেম্বরের ম্যাচটি বাতিল করতে হয়েছিল।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!