টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজে সেই জয়যাত্রা ধরে রাখতে পারেনি মেহেদী হাসান মিরাজের দল। প্রথম ম্যাচে হার দিয়ে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ (শনিবার) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ভুগেছিল বাংলাদেশ। টপ অর্ডার ধসে ৫৩ রানে ৩ উইকেট হারায় দল। তবে তাওহিদ হৃদয় ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ১০১ রানের জুটিতে কিছুটা লড়াই করে বাংলাদেশ। মিরাজ ৬০ ও হৃদয় ৫৬ রান করলেও ৪৮.৫ ওভারে ২২১ রানে অলআউট হয় দল। ২২২ রানের লক্ষ্যে আফগানিস্তান ১৭ বল বাকি থাকতে জয় তুলে নেয়।
অধিনায়ক মিরাজ মনে করেন, প্রথম ম্যাচে দল অন্তত ৪০ রান কম করেছে। তিনি বলেন, “আমাদের সুযোগ ছিল। এখন উন্নতি করার সুযোগ আছে। আমরা জানি, কিছু ভুল করেছি এবং সেগুলো থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ভালো করতে হবে। আমি আত্মবিশ্বাসী, দল ঘুরে দাঁড়াবে।”
দলের জন্য সুখবর হলো—ওপেনার নাঈম শেখ দলের সঙ্গে যোগ দিচ্ছেন। ভিসা জটিলতায় তিনি প্রথম ম্যাচে খেলতে পারেননি। শুক্রবার রাতে আমিরাত পৌঁছে আজ তিনি দলের সঙ্গে যুক্ত হবেন।
এদিকে ওয়ানডে পরিসংখ্যানে আফগানিস্তানের বিপক্ষে এগিয়ে আছে বাংলাদেশ। দুই দলের মুখোমুখি ২০ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ১১টিতে, আফগানিস্তান জিতেছে ৯টি।
বাংলাদেশ দল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
আফগানিস্তান দল:
হাশমতুল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গোলিয়া খারোতে, মোহাম্মদ গাজানফার, আবদুল্লাহ আহমাদজাই, বশির আহমাদ ও বিলাল সামি।