এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে টানা দ্বিতীয় জয়ে দারুণ ছন্দে বাংলাদেশ। শুক্রবার (৮ আগস্ট) লাও ন্যাশনাল স্টেডিয়ামে পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দেয় লাল-সবুজরা।
তৃষ্ণা রানী করেন হ্যাটট্রিক, একটি করে গোল স্বপ্না রানী, সাগরিকা, সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি ও নবিরন খাতুনের। প্রথমার্ধে শিখা, শান্তি, নবিরন ও তৃষ্ণার গোলে বাংলাদেশ এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। বিরতির পর তৃষ্ণা আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন, বাকিটা সাগরিকা ও স্বপ্নার।
এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়েছিল বাঘিনীরা।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত