পবিত্র ঈদুল আজহার ছুটির মধ্যেও আজ ১১ জুন (বুধবার) ও আগামীকাল ১২ জুন (বৃহস্পতিবার) দেশের গুরুত্বপূর্ণ কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় জানানো হয়, ওষুধশিল্পসহ আমদানি-রপ্তানিনির্ভর শিল্পপ্রতিষ্ঠান এবং গ্রাহকদের গুরুত্বপূর্ণ ও বৈদেশিক লেনদেন নিশ্চিত করতে ব্যাংকগুলো নিজস্ব বিবেচনায় ঢাকা, চট্টগ্রামসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার অথরাইজড ডিলার (এডি) শাখাগুলো খোলা রাখতে পারবে।
ব্যাংক শাখাগুলো সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে, তবে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং তা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত