আইপিএলের নিলামে দল পেলেও কোনো কারণ ছাড়াই কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে ভূরাজনৈতিক অস্থিরতা আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ পরিস্থিতিতে শনিবার (৩ জানুয়ারি) রাতে জরুরি বৈঠকে বসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ কর্তারা। বৈঠকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে বাংলাদেশ দল অংশ নেবে কি না, সে বিষয়েও আলোচনা হয়। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারতে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের দল ২৫ জানুয়ারি ভারতে পৌঁছানোর কথা রয়েছে। তবে মোস্তাফিজুর রহমানকে ঘিরে সৃষ্ট এই ঘটনাকে ‘ন্যক্কারজনক’ উল্লেখ করে খেলোয়াড়, কোচিং স্টাফদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিসিবি কর্তারা। শুধু খেলোয়াড় নয়, তাদের পরিবার, বিসিবি কর্মকর্তাসহ বাংলাদেশ থেকে যাওয়া সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও চিঠিতে উল্লেখ করা হবে। রোববার (আজ) এই চিঠি আইসিসিকে পাঠাবে বিসিবি।
চিঠিতে মূলত আইসিসির সিকিউরিটি ইউনিটের কাছে একাধিক বিষয় জানতে চাওয়া হবে। এর মধ্যে রয়েছে—খেলোয়াড়দের সার্বিক নিরাপত্তা, মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার পেছনের কারণ এবং বোর্ড পরিচালক ও অন্যান্য সদস্যদের নিরাপত্তা। একই সঙ্গে দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে।
এছাড়া রাজনৈতিক কারণে কোনো ক্রিকেটারকে এভাবে বাদ দেওয়ার এখতিয়ার কোনো ফ্র্যাঞ্চাইজি বা বোর্ডের আছে কি না, সে বিষয়ে আইপিএলের গভর্নিং কাউন্সিলের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাইবে বিসিবি। এ সংক্রান্ত চিঠির অনুলিপি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)কেও পাঠানো হবে।