বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদকে অপসারণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৯ মে) রাতে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে বলা হয়, বিসিবির গঠনতন্ত্রের ১৩.২(খ)(৪) অনুচ্ছেদ অনুযায়ী এবং অনাস্থা পরিস্থিতি ও স্বাধীন তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে বিসিবির আট পরিচালক—নাজমুল আবেদিন ফাহিম, মাহবুব আনাম, ফাহিম সিনহা, স্বপন চৌধুরি, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম আহমেদ, মঞ্জুর আলম ও মো. সালাহউদ্দিন—তাকে অপসারণের দাবি জানিয়ে ক্রীড়া উপদেষ্টাকে চিঠি দেন। অভিযোগে স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও অনিয়মের বিষয় উল্লেখ করা হয়।
অপসারণের গুঞ্জনের মধ্যে ফারুক আহমেদ বিকেলে পদত্যাগ না করার কথা জানান। তিনি বলেন, ‘পদত্যাগ করব না আমি, কারণও দেখানো হয়নি।’
তবে প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি আর বিসিবিতে সভাপতি বা পরিচালক পদে থাকতে পারবেন না।
প্রতিক্রিয়ায় ফারুক আহমেদ বলেন, ‘চিঠি পেয়েছি, এখনই কিছু বলছি না। আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেব।’
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত