সপ্তাহখানেক আগেও এমন পরিণতির কথা হয়তো কল্পনাও করেননি লিটন দাস। তখনো যে সিরিজটি ছিল দুই ম্যাচের। তবে পাকিস্তান সিরিজ পিছিয়ে যাওয়ায় শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজটি বাড়িয়ে করা হয় তিন ম্যাচের। আর সেই অতিরিক্ত ম্যাচেই কাল ৭ উইকেটে হেরে সিরিজ হারল বাংলাদেশ। ফলে ২-১ ব্যবধানে আমিরাতের কাছে হেরে টি-টোয়েন্টি সিরিজ শেষ করল টাইগাররা।
টি-টোয়েন্টিতে নিয়মিত অধিনায়ক হিসেবে লিটনের এটাই ছিল প্রথম সিরিজ, আর তাতেই তাকে মুখোমুখি হতে হলো লজ্জাজনক পরাজয়ের। এটি বাংলাদেশের দ্বিতীয়বার কোনো সহযোগী সদস্য দেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হার। এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষেও এমন অভিজ্ঞতা হয়েছিল।
শেষ ম্যাচে ৮৪ রানেই ৮ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ পরে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে। কিন্তু তা যথেষ্ট হয়নি আমিরাতের বিপক্ষে জয় পেতে। আগের ম্যাচেই ২০৫ রান করেও হেরেছিল টাইগাররা। তিন ম্যাচেই টস হেরে আগে ব্যাট করতে হয় বাংলাদেশকে, সিরিজ হারের পেছনে সেটিকেও একটি ফ্যাক্টর হিসেবে উল্লেখ করেছেন অধিনায়ক লিটন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিরিজ নিয়ে নিজের প্রতিক্রিয়ায় লিটন বলেন, "যখন এখানে এসেছি, সব সময় ম্যাচ জেতার কথাই ভেবেছি। এটা (সিরিজ হারে যাওয়া) জীবনেরই অংশ। যখন আপনি ক্রিকেট খেলবেন, প্রতিপক্ষ ভালো খেলবে, তাঁদের কৃতিত্ব দিতে হবে।"
এই সিরিজ হার বাংলাদেশের ক্রিকেটে নতুন করে প্রশ্ন তুলেছে দল নির্বাচনের কৌশল ও নেতৃত্বের দক্ষতা নিয়ে। সামনে আরও কঠিন চ্যালেঞ্জের আগে টাইগারদের এই ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার সুযোগ এখনই।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত