টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে মেলবোর্ন স্টার্সের কাছে ৩ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। বুধবার (২১ আগস্ট) ডারউইনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৬ রান তোলে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন সাইফ হাসান।
জবাবে ব্যাট করতে নেমে মেলবোর্ন স্টার্স ১৯ ওভার ২ বলেই ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। ফলে আসরে ৫ ম্যাচে এটি বাংলাদেশের তৃতীয় হার।
এই হারে কার্যত সেমিফাইনালের আশা প্রায় শেষ হয়ে গেল বাংলাদেশের। কাগজে-কলমে সম্ভাবনা থাকলেও তা নির্ভর করছে অন্যান্য দলের ফলাফলের ওপর।