শেষ ম্যাচে হোঁচট খেলেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে ৭৪ রানে জয় তুলে নেয় সফরকারী পাকিস্তান।
১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ২৫ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি লিটন দাসের দল। মোহাম্মদ সাইফউদ্দিনের ৩৫ রানের লড়াই সত্ত্বেও বাংলাদেশ গুটিয়ে যায় ১০৪ রানে।
এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ৭ উইকেটে ১৭৮ রান তোলে। দলের হয়ে শাহিবজাদা ৬৩, হাসান নওয়াজ ৩৩ ও মোহাম্মদ নওয়াজ ৩০ রান করেন। বাংলাদেশের হয়ে তাসকিন ৩টি, নাসুম ২টি এবং শরিফুল ও সাইফউদ্দিন ১টি করে উইকেট নেন।
সিরিজে হোয়াইটওয়াশের স্বপ্ন পূরণ না হলেও সিরিজ জয়ের স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ।