জয় দিয়ে ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ নারী দল। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া সম্ভব হয়নি, শেষ পর্যন্ত হেরে যায় তারা ৪ উইকেটে। টাইগ্রেসদের জন্য আরেকটি ধাক্কা ছিল পেসার মারুফা আক্তারের ইনজুরি; ৫ ওভারে ২৮ রানে ২ উইকেট শিকার করার পর মাঠ ছাড়েন তিনি।
তবে শঙ্কা দূর করে আজ (শুক্রবার) মারুফা নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরতে যাচ্ছেন। বিসিবির এক মুখপাত্র জানিয়েছেন, মাংসপেশিতে অস্বস্তি থাকলেও তিনি পুরোপুরি সেরে উঠেছেন। “আজকের ম্যাচের জন্য তিনি প্রস্তুত। বোলিং করতে পারছেন এবং কোনো সমস্যা নেই। ইংল্যান্ড ম্যাচের শেষেও তিনি বোলিংয়ে ফিরতে প্রস্তুত ছিলেন, তবে ঝুঁকি নেওয়া হয়নি।”
বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় কিউই মেয়েদের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল। আগের ম্যাচে হার সত্ত্বেও আশাবাদী বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার বলেন, “গত ম্যাচ এখন অতীত। আমাদের মনোযোগ আসন্ন ম্যাচের দিকে। নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের কথা ভাবছি না। ব্যাট-বলে ও বোলিংয়ে দলগতভাবে ভালো পারফর্ম করাই লক্ষ্য।”
গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে কিউই মেয়েদের মোকাবিলা করবে জ্যোতি-সোবহানা মোস্তারিরা। নাহিদা আরও বলেন, “গত ম্যাচে আমাদের বোলিং ইউনিট ভালো করেছিল। ব্যাটাররাও ভালো করছে, যদি আরও দু’জন ভালো করতে পারে, আমাদের স্কোর আরও লড়াইযোগ্য হতো।”
প্রসঙ্গত, পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিলেন বাংলাদেশ। ৭ ওভারে ৩১ রানের বিনিময়ে মারুফা ২ উইকেট নেন। ইংল্যান্ডের বিপক্ষে একই ফর্ম দেখান তিনি। টুর্নামেন্টজুড়ে ২০ বছর বয়সী এই পেসারকে এমন ফর্মে দেখতে চাইবে পুরো বাংলাদেশ।