নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ নারী দল। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
এই ম্যাচে জয় পেলে আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত হবে টাইগ্রেসদের। হারলেও টিকে থাকবে আশা—সেক্ষেত্রে নির্ভর করতে হবে অন্য ম্যাচের ফলাফল ও রানরেটের ওপর।
বাছাইপর্বে অংশ নিয়েছে মোট ৬ দল। এর মধ্যে ইতোমধ্যে ৪ ম্যাচে টানা জয় তুলে নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে স্বাগতিক পাকিস্তান। বাকি একটি টিকিটের জন্য লড়ছে বাংলাদেশ, স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। আজ জয় পেলে নিশ্চিত হবে বিশ্বকাপ। তবে হেরে গেলে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে।
পাকিস্তান দুর্দান্ত ফর্মে থাকলেও ওয়ানডে ফরম্যাটে সাম্প্রতিক পারফরম্যান্সে এগিয়ে রয়েছে বাংলাদেশই।
অধিনায়ক জ্যোতি বলেন, “প্রথম তিন ম্যাচে আমরা ভালো খেলেছি। শেষ ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। মানসিকভাবে দৃঢ় থেকে মাঠে নিজেদের সেরাটা দিতে চাই।”
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত