1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন

‘মানবিক পুলিশ’ এখন আগের চেয়ে বেশি সক্রিয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫

এক সময় দমন-পীড়নের অভিযোগে ভাবমূর্তির সংকটে পড়া বাংলাদেশ পুলিশ এখন ‘মানবিক পুলিশে’ রূপান্তরিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৫ জুন) ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,
“এখন পুলিশ হলো মানবিক পুলিশ। এজন্য লোকজন ভাবছে পুলিশ সচল নয়। যেহেতু ভালো ব্যবহার করে, এজন্য মনে হচ্ছে পুলিশ ইনঅ্যাকটিভ। কিন্তু পুলিশ আগের চেয়ে অনেক বেশি অ্যাকটিভ।”

একজন সাংবাদিক প্রশ্ন করেন, জুলাই-আগস্টের আন্দোলনের পর ভেঙে পড়া পুলিশ কাঙ্ক্ষিত মাত্রায় সচল হয়েছে কিনা। জবাবে উপদেষ্টা বলেন:

“যদি কেউ আগের ১৫ বছরের মতো চিন্তা করেন—দুটো পিটুনি মারলেই পুলিশ সচল, সেটা তো আমরা চাই না। আমরা চাচ্ছি মানবিক পুলিশ। সবার সঙ্গে ভালো ব্যবহার করবে। বাড়ি মারা, লাথি মারা—এই ধরণের পুলিশ আমরা চাই না। সেজন্যই অনেকে মনে করছেন পুলিশ সচল নয়, কিন্তু বাস্তবে এখন পুলিশ আগের চেয়ে অনেক বেশি সচল।”

আগামী জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন:

“নির্বাচনের তারিখ নির্বাচন কমিশন নির্ধারণ করবে। তারা যেদিন নির্ধারণ করবে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সেই সময়ের জন্য প্রস্তুত থাকবে। যেকোনো পরিস্থিতিতে পুলিশ প্রস্তুত আছে।”

সাম্প্রতিক সময়ে ভারত থেকে নিয়মিত বাংলাদেশে অবৈধভাবে লোকজন ঠেলে দেওয়ার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন:

“এ নিয়ে বহুবার কথা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ হয়েছে। ভারতীয় হাই কমিশনারও আমাদের অফিসে এসেছিলেন। আমরা বলেছি, যদি কোনো বাংলাদেশি নাগরিক ভারতে থাকে, তাহলে প্রপার চ্যানেলে পাঠান—আমরা গ্রহণ করব। কিন্তু জঙ্গলের মধ্যে ফেলে যাওয়া, নদীতে বা লেকে ফেলে দেওয়া—এটা কোনো সভ্য দেশের আচরণ হতে পারে না।”

গত শনিবার (১৪ জুন) ঢাকার উত্তরায় র‍্যাবের পোশাক পরা দুর্বৃত্তরা ‘নগদ’-এর এক পরিবেশকের এক কোটি আট লাখ টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান উপদেষ্টা।

তিনি বলেন:

“এটা নিয়ে আমরা খুবই কনসার্ন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি—এই ঘটনার সঙ্গে যারা জড়িত, যত দ্রুত সম্ভব তাদের আইনের আওতায় আনা হোক।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট