হামজা চৌধুরী, রাকিব হোসেন ও শমিত সোমরার অসাধারণ পারফরম্যান্স সত্ত্বেও শেষ পর্যন্ত জয়ের দেখা পেল না বাংলাদেশ। সিঙ্গাপুরের চেয়ে বেশি সুযোগ তৈরি করলেও গোলের সন্ধানে ব্যর্থ হয়ে ১-২ গোলে ম্যাচটি হেরেছে হাভিয়ের কাবরেরার দল।
ম্যাচের উভয় অর্ধে গোল খেয়ে ২-০তে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে হামজার চমৎকার রক্ষণভেদী পাস থেকে রাকিব হোসেনের গোলে আবারও সমতায় ফেরে তারা। এরপর একের পর এক সুযোগ তৈরি করলেও আর গোল করতে পারেনি বাংলাদেশ। এমনকি ম্যাচের শেষ সেকেন্ডে শাহরিয়ার ইমনের শক্তিশালী হেডটি সিঙ্গাপুরের গোলরক্ষক কোনোমতে ঠেকিয়ে দেন। সঙ্গে সঙ্গেই রেফারি ফাইনাল হুইসল বাজান, এবং বাংলাদেশের জন্য রয়ে যায় বেদনাদায়ক পরাজয়।
উত্তেজনা ও রোমাঞ্চে ভরা এই ম্যাচে বাংলাদেশের লড়াই প্রশংসা কুড়ালেও কাঙ্ক্ষিত ফল পেল না।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত