1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন

পাচার হওয়া অর্থ উদ্ধারে লন্ডনে ইউনূস, স্টারমারের সাক্ষাৎ মেলেনি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে আন্তর্জাতিক সহযোগিতা চাইতে লন্ডন সফরে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এখনো তার সঙ্গে সাক্ষাৎ করেননি বলে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস

সংবাদমাধ্যমটিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনূস বলেন, “বিগত সরকারের আমলে বাংলাদেশ থেকে যেসব অর্থ পাচার হয়েছে, তার বড় অংশ যুক্তরাজ্যে রয়েছে। এই চুরি হওয়া অর্থ ফেরত আনার নৈতিক ও আইনি দায় যুক্তরাজ্যেরও রয়েছে।”

তিনি আরও বলেন, “এই টাকা জনগণের। আমরা সেটাই ফেরত চাইছি।”

তবে স্টারমারের দফতর থেকে জানানো হয়েছে, ইউনূসের সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা তাদের নেই।

ইউনূস জানান, এখনো স্টারমারের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়নি। তবুও তিনি আশাবাদী যুক্তরাজ্য বাংলাদেশকে সহযোগিতা করবে। তার ভাষায়, “এটা চুরির টাকা, এটা ফেরত আসা উচিত।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট