1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন

বাংলাদেশের দুর্দান্ত জয়ে সিরিজে সমতা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথম ম্যাচে ৭ উইকেটে হারের পর সিরিজে টিকে থাকতে টাইগারদের সামনে জয় ছিল বাধ্যতামূলক। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের দেওয়া ১৭৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ৯৪ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা। এতে ৮৩ রানের বিশাল জয় নিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে বাংলাদেশ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৭৭ রান। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন লিটন দাস। ৪৮ রানের ইনিংস খেলেন শামীম হোসেন।

লক্ষ্য তাড়ায় শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা। নতুন বলে দুর্দান্ত বোলিং করেন শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের যৌথ চাপে রান আউট হন কুশল মেন্ডিস (৫ বলে ৮)। পাওয়ার প্লের মধ্যেই শ্রীলঙ্কার টপ অর্ডার ভেঙে পড়ে। মাত্র ৩০ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে স্বাগতিকরা। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি তারা।

বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ১৮ রানে ৩ উইকেট নেন। দুটি করে উইকেট পান শরীফুল ইসলাম ও সাইফউদ্দিন।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে এখন জয় নির্ধারণ করবে কে জিতবে ট্রফি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট