কলম্বোতে টান টান উত্তেজনায় ভরা ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে মেহেদী হাসান মিরাজের দল।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২৪৮ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ওপেনার পারভেজ হোসাইন ইমন। তৌহিদ হৃদয় ৫১ এবং আরও কিছু অবদান রাখেন অন্যান্য ব্যাটাররা।
২৪৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কা থামে ৪৫.৩ ওভারে ২৩২ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান করেন জানিথ লিয়ানাগে। ৫৬ রান করেন কুশাল মেন্ডিস এবং কামিন্ডু মেন্ডিস করেন ৩৬ রান।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। তিনি একাই নেন ৫ উইকেট। তানজিম হাসান সাকিব নেন ২টি উইকেট। মেহেদী হাসান মিরাজ, শামীম হোসাইন ও মোস্তাফিজুর রহমান প্রত্যেকে নেন ১টি করে উইকেট।
তিন ম্যাচের সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ৮ জুলাই, পাল্লেকেলেতে। ওই ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত