1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন

নামাজরত অবস্থায় বৃদ্ধকে মারধর, হামলাকারী খালেক আটক

দিদারুল, স্টাফ রিপোর্টার, যশোর
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫

যশোরের মোবারককাঠি গ্রামে নামাজরত অবস্থায় এক ব্যক্তিকে মারধরের ঘটনায় আব্দুল খালেক নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আহত ব্যক্তি নুর আলী মোল্লাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে শহরতলীর চাকলাদার ফিলিং স্টেশনের পেছনে অবস্থিত হযরত আবু বকর (রাঃ) মসজিদে। অভিযুক্ত খালেক ওই এলাকার আব্দুল লতিফের ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে সাবরিনা মমতাজ কোতোয়ালি থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, তার পিতা নুর আলীর সঙ্গে অভিযুক্ত খালেকের পূর্ব বিরোধ ছিল। গত বৃহস্পতিবার আসরের নামাজ আদায় করতে মসজিদে যান নুর আলী। খালেক আগে থেকেই মসজিদে উপস্থিত ছিলেন।

নামাজ শেষ হওয়ার পরপরই পেছন থেকে একটি লোহার বস্তু দিয়ে নুর আলীর মাথায় আঘাত করেন খালেক। পরে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে গুরুতর আহত করেন তাকে। মসজিদের অন্যান্য মুসল্লীরা এগিয়ে গিয়ে খালেককে আটক করেন এবং পুলিশে খবর দেন।

পরে পুলিশ এসে খালেককে হেফাজতে নেয় এবং আহত নুর আলীকে হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট