বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ বেচারাম প্রামাণিক (৪৩) নামে এক ভারতীয় ট্রাকচালককে আটক করেছে আনসার সদস্যরা। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কার্গো ভেহিকেল টার্মিনাল গেট থেকে তাকে আটক করা হয়।
উদ্ধারকৃত পাসপোর্টগুলো বাংলাদেশের নাগরিকদের নামে এবং প্রতিটিতে ২৪ জুন ইস্যুকৃত সার্বিয়ার ভিসা রয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো ইউরোপে অনুপ্রবেশের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল।
আনসার কমান্ডার হেলালউজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকচালকের ব্যাগ তল্লাশি করে পাসপোর্টগুলো উদ্ধার করা হয়। আটক বেচারাম প্রামাণিককে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত