সোনাতলা (বগুড়া): বগুড়ার সোনাতলা উপজেলায় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা শিক্ষা দপ্তরের আয়োজনে আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রমজান আলী আকন্দ এবং সঞ্চালনায় ছিলেন জেলা শিক্ষা দপ্তরের বিদ্যালয় পরিদর্শক মোঃ রেজওয়ানুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন—
সোনাতলা সরকারি নাজির আখতার কলেজের প্রভাষক বিশ্বজিৎ কুমার
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল ইসলাম
উপজেলা একাডেমিক সুপারভাইজার সেতারা রওশন জাহান
জালাল উদ্দিন টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ একেএম আহসানুল মোমেনিন সোহেল
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রতন
সোনাতলা সবুজসাথী উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাজ্জাকুল ইসলাম
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
সোনাতলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আতাউর রহমান আনসারী ও উপাধ্যক্ষ মোঃ শাহ জালাল
বয়ড়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল ওয়াহেদ
সোনাতলা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ শাহাদুজ্জামান সাজু
শিচারপাড়া বুলজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশিদ
তেকানী চুকাইনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন
জাহানাবাদ মাদ্রাসার শিক্ষক রুহুল আমিন রঞ্জু
সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই
ভিকনেরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্তেজার রহমান
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ রবিউল ইসলাম
তেকানী চুকাইনগর ইউপি মেম্বার জামিরুল ইসলাম
মোহনা টেলিভিশনের সোনাতলা উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন মজনু
আলোচনা শেষে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়।