খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের বেহাদন্তপাড়া এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে বেহাদন্তপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় ১২ বোর পিস্তল, ১২ বোরের দুই রাউন্ড তাজা অ্যামুনিশন এবং তিনটি হাসুয়া (দা) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য এক লাখ এক হাজার নয়শত টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ খেদাছড়া ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহা. শাহীনূল ইসলাম।
তিনি বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্রের প্রবাহ ও চোরাচালান প্রতিরোধে খেদাছড়া ব্যাটালিয়ন ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। ভবিষ্যতেও এ দায়িত্ব পালনে বিজিবি অঙ্গীকারবদ্ধ থাকবে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।