নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ঠাকুর বাড়ি টেক সমাজবাসীর উদ্যোগে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানার বিএনপি নেতা কবির হোসেন, সঞ্চালনা করেন যুবদলের সহ-যুববিষয়ক সম্পাদক মাসুদ রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আমিনুল ইসলাম পিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ও ভুলতা ইউনিয়নের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বিশেষ করে বেগম খালেদা জিয়ার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য মোনাজাত করা হয়। ফয়সাল হোসেন মোনাজাতে মহান আল্লাহর দরবারে দেশনেত্রীর রোগমুক্তি ও দীর্ঘ জীবন কামনা করেন। নেতৃবৃন্দ সরকারের প্রতি চিকিৎসার বিষয়গুলো জোর দাবি জানান এবং সকলের দোয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বিভিন্ন স্থানে একইভাবে তাঁর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। অনুষ্ঠান শেষে সকলের মধ্যে তাবারুক বিতরণ করা হয়।