
যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে ফজলে রাব্বি মোপাশা সভাপতি এবং শাহিনশা রানা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ ইসাহক এই ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার এস. এম. তৌহিদুর রহমান এবং অধ্যাপক ইবাদত আলী।
প্রধান নির্বাচন কমিশনার জানান, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১০১ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে ফজলে রাব্বি মোপাশা ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসমাইল হোসেন পান ৩৩ ভোট। সাধারণ সম্পাদক পদে শাহিনশা রানা ৫০ ভোট পেয়ে জয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী নূর ইসলাম পান ৩২ ভোট।
এছাড়া নির্বাচনে সহ-সভাপতি পদে শরিফুল ইসলাম ও সুলতান আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক পদে আবু ইসাহক বাবু ও আহম্মেদ মজনুল করীম, সাংগঠনিক সম্পাদক পদে ফিরোজ আক্তার, প্রচার সম্পাদক পদে বিপ্লব মাহমুদ, দপ্তর সম্পাদক পদে ইসরাফিল হোসেন, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে কাসেম আলী লস্কর, কোষাধ্যক্ষ পদে ফিরোজ উদ্দিন তোতা নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন রানা হোসেন, জাহিদুল ইসলাম ভূইয়া ও শরিফুল ইসলাম লাভলু।
এর আগে শিল্প ও সমাজকল্যাণ সম্পাদক পদে রাহিমা খাতুন হাফিজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply