1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন

এইচ-১বি ভিসায় বড় পরিবর্তন আসছে: লটারি নয়, অগ্রাধিকার পাবে মেধা ও যোগ্যতা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মীদের নিয়োগে বহুল আলোচিত এইচ-১বি ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। এলোমেলোভাবে পরিচালিত বর্তমান লটারি পদ্ধতি বাতিল করে নতুন এক নিয়ম চালুর পরিকল্পনা করছে মার্কিন সরকার। এতে প্রযুক্তি খাতসহ আমেরিকায় কাজ করতে আগ্রহী হাজার হাজার বিদেশি গ্র্যাজুয়েটের ‘আমেরিকান ড্রিম’ বাস্তবায়ন আরও কঠিন হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (DHS) এবং নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (USCIS) সম্প্রতি একটি নতুন প্রক্রিয়ার প্রস্তাব দিয়েছে, যার নাম ‘ওয়েটেড সিলেকশন প্রসেস’। খসড়া পর্যায়ে থাকা এই নিয়ম অনুযায়ী, ভিসা পেতে এখন থেকে প্রার্থীদের মেধা, শিক্ষাগত যোগ্যতা এবং প্রস্তাবিত বেতনকে অগ্রাধিকার দেওয়া হবে।

এই নতুন নিয়ম কয়েক দিনের মধ্যেই চূড়ান্তভাবে অনুমোদিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!