কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও শনাক্তে এবং মনিটাইজেশনের ক্ষেত্রে কঠোর হচ্ছে ইউটিউব। ২০২৫ সালের ১৫ জুলাই থেকে ইউটিউব পার্টনার প্রোগ্রামের (YPP) নীতিমালায় আসছে বড় পরিবর্তন।
নতুন গাইডলাইনের মাধ্যমে ইউটিউব মূলত ‘অরিজিনাল’ ও ‘অথেন্টিক’ কনটেন্টকে অগ্রাধিকার দিতে চায়, যাতে করে নিম্নমানের ও ক্লিকবেইটধর্মী এআই ভিডিওর বিস্তার নিয়ন্ত্রণ করা যায়। আপডেট অনুযায়ী, ইউটিউবে আপলোড হওয়া ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি হয়েছে কি না, তা শনাক্ত করা হবে। বিশেষ করে যেসব ভিডিও “ব্যাপকহারে তৈরি” বা “পুনরাবৃত্তিমূলক”, তাদের মনিটাইজেশনের সুযোগ অনেকটাই কমে যাবে।
ইউটিউবের সম্পাদকীয় প্রধান রেনে রিচি এ বিষয়ে জানিয়েছেন, এটি কোনো কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নয়; বরং এআই-এর মাধ্যমে যারা ধারাবাহিকভাবে মানহীন কনটেন্ট তৈরি করছে, মূলত তাদের বিরুদ্ধেই এই উদ্যোগ। তবে যারা আগে থেকেই ইউটিউবের নীতিমালা অনুসরণ করে “ভয়েস-নির্ভর” বা “ফেসলেস” কনটেন্ট তৈরি করছে, তারা এই পরিবর্তনের আওতায় ক্ষতিগ্রস্ত হবে না।
বিশ্লেষকরা মনে করছেন, ইউটিউবের এই নতুন নীতিমালা কনটেন্ট নির্মাতাদের মধ্যে স্বচ্ছতা ও গুণগত মানের প্রতিযোগিতা বাড়াবে এবং প্ল্যাটফর্মে বিশ্বাসযোগ্য কনটেন্টের বিকাশে বড় ভূমিকা রাখবে।