ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় বিষখালী নদীর তীব্র ভাঙনে বসতবাড়ি, ফসলি জমি এবং অবকাঠামো হুমকির মুখে পড়েছে। নদীর তীরবর্তী এলাকাগুলোর মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। নদীতীরবর্তী গ্রাম ও জনপদ এতে ব্যাপক প্রভাবিত হয়েছে। বহু বসতবাড়ি ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। ফসলি জমি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনাও হুমকির মুখে। মানুষের মধ্যে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা বিরাজমান। নদী ভাঙন নতুন নয়, দীর্ঘদিন ধরে চলছে।
সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের তুলনায় ৪-৬ ফুট বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে ভূমি। প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা ও কৃষি জমি। সবচেয়ে বেশি ক্ষতগ্রস্থ হয়েছে রাজাপুর উপজেলার বাদুরতলা এলাকা। অত্র এলাকায় বিষখালী নদীর পাশে কোনো বেঁড়িবাধ না থাকায় নদী ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গনের তীব্রতা এত বেশি যে প্রতি মূহুর্তে নতুন নতুন ঘর নদীতে ধ্বসে পড়ছে। ঘর-বাড়ির মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছে। বাদুরতলা বাজার সংলগ্ন বেশ কয়েকটি বাজার ও দোকানপাট কোথাও আংশিক কোথাও সম্পূর্ন নিমজ্জিত হয়ে গিয়েছে।
কোনো টেকসই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। নির্বাচনী সময়ে প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। দ্রুত ব্যবস্থা না নিলে আরও বড় ক্ষতির আশঙ্কা। এলাকাবাসীর দাবি, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের উচিত জরুরি ভিত্তিতে নদী রক্ষা বাঁধ নির্মাণ। নদীশাসন প্রকল্প গ্রহণের দাবিও উঠেছে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত