1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভের দ্বিতীয় দিন

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫

রাজধানীর শাহবাগে শনিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতা। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে পতন হওয়া ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে এই বিক্ষোভ চলছে।

বিক্ষোভকারীদের স্লোগান:

  • বিক্ষোভকারীরা ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান’, **‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’**সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

  • আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত টানা বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

টানা অবস্থান:

  • শুক্রবার থেকে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা।

  • তাদের অনেকেই রাতে সেখানেই অবস্থান করেছেন এবং সকালে রাস্তার ওপর শুয়ে বিশ্রাম নিতে দেখা গেছে।

যান চলাচল বন্ধ:

  • ছাত্র-জনতার অবস্থানের কারণে শাহবাগ মোড়ের প্রতিটি সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

  • শুক্রবারের মতো আজ শনিবারও সেখানে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

আন্দোলনের সূচনা:

  • শুক্রবার বিকাল ৪টা ৪৫ মিনিটে আন্দোলনকারীরা মিছিল নিয়ে শাহবাগে গিয়ে অবরোধ শুরু করেন।

  • এর আগে, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশের মঞ্চ থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

  • তিনি শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেওয়ার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে শাহবাগে যান।

পরবর্তী কর্মসূচি:

  • রাত ১১টার দিকে হাসনাত আবদুল্লাহ পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।

  • তিনি শনিবার বিকাল ৩টায় শাহবাগে গণজমায়েতের আহ্বান জানান এবং অবস্থান কর্মসূচি চলমান রাখার ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট