রাজধানীর শাহবাগে শনিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতা। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে পতন হওয়া ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে এই বিক্ষোভ চলছে।
বিক্ষোভকারীরা ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান’, **‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’**সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত টানা বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
শুক্রবার থেকে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা।
তাদের অনেকেই রাতে সেখানেই অবস্থান করেছেন এবং সকালে রাস্তার ওপর শুয়ে বিশ্রাম নিতে দেখা গেছে।
ছাত্র-জনতার অবস্থানের কারণে শাহবাগ মোড়ের প্রতিটি সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
শুক্রবারের মতো আজ শনিবারও সেখানে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।
শুক্রবার বিকাল ৪টা ৪৫ মিনিটে আন্দোলনকারীরা মিছিল নিয়ে শাহবাগে গিয়ে অবরোধ শুরু করেন।
এর আগে, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশের মঞ্চ থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
তিনি শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেওয়ার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে শাহবাগে যান।
রাত ১১টার দিকে হাসনাত আবদুল্লাহ পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।
তিনি শনিবার বিকাল ৩টায় শাহবাগে গণজমায়েতের আহ্বান জানান এবং অবস্থান কর্মসূচি চলমান রাখার ঘোষণা দেন।