ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) কর্মীদের মধ্যে সংঘর্ষের পর সদর উপজেলা বিএনপি কমিটির সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে দলটি।
শনিবার (১ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন,
“পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোলা জেলার সদর উপজেলা বিএনপির কমিটির সব কার্যক্রম স্থগিত থাকবে।”
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু অসুস্থ থাকায় তার স্থলে মনিরুল হাসান বাপ্পিকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে শনিবার বিকেলে ভোলা শহরে বিএনপি ও বিজেপি কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন।
ওই ঘটনার পর সাংগঠনিক পরিস্থিতি বিবেচনায় কেন্দ্রীয়ভাবে সদর উপজেলা কমিটির কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেয় বিএনপি।