ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়ার পক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রচারের শুরুতেই তারেক রহমানের প্রণীত বিএনপির ৩১ দফা লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।
শুক্রবার জুমার নামাজের পর জেলা বিএনপির নেতারা শহরের শেখ ফরিদ গোরস্তানে শায়িত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাবা-মা ও বড় বোনের কবর জিয়ারত করে প্রচার কার্যক্রম শুরু করেন। গোরস্তানে পাশাপাশি শায়িত আছেন তাঁর বাবা ইস্কানদার মজুমদার, মা তৈয়বা মজুমদার এবং বড় বোন সাবেক মন্ত্রী খুরশিদ জাহান হক।
গত ৩ নভেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় ২৩৭ প্রার্থীর নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে জানানো হয়, বেগম খালেদা জিয়া তার পুরনো আসন বগুড়া-৭ ও ফেনী-১ এর পাশাপাশি এবার প্রথমবারের মতো দিনাজপুর-৩ আসন থেকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থিতা ঘোষণার সঙ্গে সঙ্গেই দিনাজপুর সদর আসনে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে, আর প্রার্থিতা প্রত্যাশী অন্যান্য নেতারাও দলীয় প্রধানের পক্ষে প্রচারে নামেন।
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি জানান, বৃহস্পতিবার জেলা বিএনপির জরুরি সভায় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে, বেগম জিয়ার বাবা-মার কবর জিয়ারতের মধ্য দিয়ে সদর আসনে প্রচার শুরু করা হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী জুমার নামাজের পর কবর জিয়ারত এবং পরে ৩১ দফার লিফলেট বিতরণের মাধ্যমে খালেদা জিয়ার পক্ষে আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে।