
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে বাংলাদেশের রাজনীতির জন্য নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশ একটি কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে অগ্রসর হচ্ছে—যে গণতন্ত্রের জন্য দেড় যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষ জীবন বাজি রেখে লড়াই করেছে।
মির্জা ফখরুল আশা প্রকাশ করে বলেন, আগামী নির্বাচনে গণতন্ত্রপ্রিয় সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
এক প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে বিএনপির কখনো শঙ্কা ছিল না। বিএনপি সবসময়ই বলেছে—সংকট উত্তরণের একমাত্র পথ নির্বাচন। সেই পথেই আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় ঘোষিত তফসিলকে স্বাগত জানাচ্ছি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply