২০২৪ সালের বাৎসরিক আয় ও ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলের হিসাব অনুযায়ী, গত বছরে বিএনপির আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা এবং ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা। সব মিলিয়ে দলের উদ্বৃত্ত রয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।
রোববার (২৭ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএনপির প্রতিনিধি দল এই হিসাবপত্র ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে জমা দেয়। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে রিজভী জানান, দলের আয়ের উৎস ছিল সদস্যদের মাসিক চাঁদা, বই ও পুস্তক বিক্রয়, ব্যাংক সুদ এবং এককালীন অনুদান। ব্যয়ের খাতগুলোতে ছিল ব্যক্তিগত ও দুর্যোগকালীন সহযোগিতা, রাজনৈতিক কর্মসূচি, লিফলেট ও পোস্টার ছাপানোসহ অন্যান্য খরচ।
এসময় রিজভী অতীতের অভিযোগ উল্লেখ করে বলেন, “আওয়ামী লীগ মেরুদণ্ডহীন লোকদের ইসিতে বসিয়ে কারচুপির ভোট আয়োজন করেছে।” তিনি আশা প্রকাশ করেন, বর্তমান নির্বাচন কমিশন যেন গণতন্ত্র রক্ষায় কার্যকর ভূমিকা পালন করে। রিজভীর ভাষায়, “যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল, তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে পারে—সেই ষড়যন্ত্র সরকারকে মোকাবিলা করতে হবে।”
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত