1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন

কর্ণফুলীতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যায় নিখোঁজের একদিন পর মো. জিহাদ (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। রোববার (২৮ জুলাই) দুপুরে চরলক্ষ্যার ৩নং ওয়ার্ডের শাহ আলম মেম্বারের বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জিহাদ ওই এলাকার মৃত আব্দুল নবির ছেলে। বাবা মারা যাওয়ার পর থেকে মা ছেনু আক্তারই তাকে একা লালনপালন করছিলেন।

স্থানীয়দের ভাষ্য, জিহাদ গত শনিবার বিকেল ৪টার পর থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। পরদিন দুপুরে বাড়ির পাশের পুকুরে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করে।

শিশুটির মা ছেনু আক্তার জানান, জিহাদ মৃগীরোগে আক্রান্ত ছিল। টাকার অভাবে তার চিকিৎসা সঠিকভাবে করাতে পারেননি। তিনি বলেন, “আমার কোনো অভিযোগ নেই। হয়তো অসুস্থতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।”

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!