আসন্ন ঈদুল আজহায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫০% হারে উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর ফলে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ২২৯ কোটি টাকা।
বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির সভায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সিদ্ধান্ত গৃহীত হয়। অর্থ বিভাগ ইতোমধ্যে প্রস্তাবের প্রাথমিক অনুমোদন দিয়েছে।
বর্তমানে তারা মূল বেতনের ২৫% হারে উৎসব ভাতা পান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অব্যয়িত বাজেট থেকে অর্থ সংকুলান করে অতিরিক্ত বরাদ্দ ছাড়াই ভাতা দেওয়া হবে।
২১ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে অর্থ বিভাগের চূড়ান্ত সম্মতির জন্য চিঠি পাঠিয়েছে। অর্থ উপদেষ্টা ও সচিব ২৯ এপ্রিল দেশে ফেরার পর চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে।
প্রসঙ্গত, সরকারি ছুটির তালিকা অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।