আগামী সোমবার ২রা জুন ২০২৫ বাদ আসর বাংলাদেশ মুজাহিদ কমিটি ও দ্বীন কায়েম সংগঠন মঠবাড়িয়া উপজেলার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির-এ প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বৈষম্য বিরোধী আন্দোলনের মহানায়ক, কোটি কোটি মানুষের ধর্মীয় ও আধ্যাত্মিক রাহবার নায়েবে আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম কাসেমী দাঃবাঃ শায়খে চরমোনাই ও নায়েবে আমীর,ইসলামী আন্দোলন বাংলাদেশ।
উপজেলার ঐতিহ্যবাহী শহীদ মোস্তফা খেলার মাঠে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।
শায়েখে চরমোনাই’র আগমন উপলক্ষ্য গতকাল রবিবার মাহফিল এন্তেজামিয়া কমিটি মাঠ পরিদর্শন করেন এতে উপস্থিত ছিলেনঃ মাওলানা জিয়াউল হক ফারুকী [সভাপতি,ইসলামী আন্দোলন বাংলাদেশ মঠবাড়িয়া উপজেলা], অধ্যাপক হাফিজুর রহমান [সাধারণ সম্পাদক,বাংলাদেশ মুজাহিদ কমিটি মঠবাড়িয়া উপজেলা] সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
মাহফিলের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি কামনা করেছেন আয়োজক কমিটি।