1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

ভারতে সেতু ধসে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫

ভারতের গুজরাটে মহিসাগর নদীর ওপর গম্ভীরা সেতু ধসে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত নদী থেকে ২০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন একজন। দুর্ঘটনার তিন দিন পরও তার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

গত বুধবার (৯ জুলাই) সকালে গুজরাটের বডোদরায় সেতুটি ভেঙে পড়ে। এতে একের পর এক গাড়ি নদীতে পড়ে যায়। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার পর বৃহস্পতিবার পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। শুক্রবার সন্ধ্যায় গুজরাট সরকার মৃতের সংখ্যা ২১ জন বলে নিশ্চিত করেছে। এদিন সকালে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়।

উদ্ধারকাজে বাধা হয়ে দাঁড়িয়েছে নদীতে পড়ে যাওয়া সালফিউরিক অ্যাসিড ভর্তি একটি ট্যাংকার। নদীর পানিতে অ্যাসিড মিশে যাওয়ায় উদ্ধারকারীদের মধ্যে কয়েকজন চর্মরোগে আক্রান্ত হয়েছেন।

বডোদরার কালেক্টর অনিল ধামেলিয়া জানান, নদীর পানিতে সোডা অ্যাশ (সোডিয়াম কার্বনেট) মিশে যাওয়ার ফলে উদ্ধারকর্মীদের চুলকানি ও জ্বালাপোড়ার সমস্যায় পড়তে হচ্ছে। দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যুর খবরও নিশ্চিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট