1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন

সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া এক এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশিকে আট ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২ মে) রাত ২টার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

এর আগে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গাটিয়ারপাড় সীমান্তের ৮২৫ নম্বর সাব-পিলার এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ। তারা হলেন—পাটগ্রামের মোস্তাক হোসেনের ছেলে এসএসসি পরীক্ষার্থী রিমন এবং তার মামা, বগুড়ার সাজেদুল ইসলাম।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় কাঁটাতারের পাশে অবস্থিত একটি ভারতীয় চা বাগানে টিকটক ভিডিও বানাচ্ছিলেন রিমন ও সাজেদুল। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। ঘটনার পরপরই বিজিবি দ্রুত বিএসএফের সঙ্গে যোগাযোগ করে এবং পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনে।

ফিরে এসে রিমন ও সাজেদুল জানান, তারা নিরাপদে পরিবারের কাছে পৌঁছেছেন এবং বিজিবির ত্বরিত পদক্ষেপে কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারাও বিজিবির দ্রুত ও কার্যকর ভূমিকার প্রশংসা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট