1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৯:২২ অপরাহ্ন

চাঁদা না দেওয়ায় রাজধানীতে ফের সন্ত্রাসী হামলা, ব্যবসায়ী গুলিবিদ্ধ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫

চাঁদা না দেওয়ায় পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ-প্রতিবাদের মধ্যেই এবার রাজধানীর পল্লবীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকায় ‘এ কে বিল্ডার্স’ নামের একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে হামলা চালায় একদল সন্ত্রাসী। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, ৫ কোটি টাকা চাঁদা না দেওয়ায় অস্ত্রধারী দুর্বৃত্তরা এই হামলা চালায়। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা এ সময় চারটি গুলি ছোড়ে। গুলিতে আহত হন প্রতিষ্ঠানটির কর্মকর্তা শরিফুল ইসলাম। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ কে বিল্ডার্সের চেয়ারম্যান মো. কাইউম আলী খানের ছেলে আমিমুল এহসান জানান, তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি তার বাবার কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় দুই দফায় তাদের প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। গতকাল (শুক্রবার) তৃতীয়বারের মতো ৩০-৪০ জন সন্ত্রাসী এসে গুলি চালিয়ে তাণ্ডব চালায়।

ঘটনার বিষয়ে পল্লবী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ মোহাম্মদ জাকারিয়া জানান, মামলা প্রক্রিয়াধীন। আহত শরিফুল ইসলাম থানায় এসে মামলা করবেন। হামলাকারীদের শনাক্তে কাজ চলছে এবং দ্রুতই তাদের গ্রেপ্তারের আশা প্রকাশ করেন তিনি।

জানা গেছে, এর আগেও এ কে বিল্ডার্সের প্রতিষ্ঠানে হামলার ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গত ২৭ জুন প্রথম হামলা ও ৪ জুলাই দ্বিতীয় হামলার বিষয়েও পল্লবী থানায় অভিযোগ জানিয়েছিলেন চেয়ারম্যান কাইউম আলী খান। এসব হামলায় প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

এর মাত্র একদিন আগেই, বুধবার (১০ জুলাই) পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে সামনে চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) কুপিয়ে হত্যা করা হয়। পরিবার জানায়, মাসে দুই লাখ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এই হত্যাকাণ্ড ঘটে।

রাজধানীতে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে পরপর দুটি ঘটনার ঘটনায় জনমনে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট