1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ২৫ মে ২০২৫, ১০:৪১ অপরাহ্ন

৩০ জুনের পর একদিনও থাকবেন না: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ৩০ জুনের পর আর একদিনও ক্ষমতায় থাকবেন না। রোববার (২৫ মে) রাজধানীতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের ২০ জন নেতার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, “বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক নেতারা প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া, বিচার কাজ এবং নির্বাচন আয়োজনের উদ্যোগকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন। তারা বলেছেন, এই সরকারের পাশে থাকবেন।”

তিনি আরও জানান, বৈঠকে নির্বাচন এবং সংস্কার কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা সবাইকে আশ্বস্ত করে বলেছেন, “নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। ৩০ জুনের পর আমি আর একদিনও থাকব না।” তার এই ঘোষণায় রাজনৈতিক নেতারা সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান প্রেস সচিব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট