1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন

১৩ জুন লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হবে

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক আগামী ১৩ জুন সকালে লন্ডনে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, বৈঠকের জন্য নির্ধারিত কোনো ফরম্যাট নেই। যেহেতু তারেক রহমান বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতা, স্বাভাবিকভাবেই প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর আলোচনা হবে। আলোচনায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, সংস্কার ও ‘জুলাই চার্টার’সহ বিভিন্ন বিষয় উঠে আসতে পারে।

একইদিন কিয়ার স্টারমারের সঙ্গে সম্ভাব্য বৈঠক প্রসঙ্গে শফিকুল আলম জানান, তিনি বর্তমানে কানাডা সফরে রয়েছেন। সময় ও সূচি মিলে গেলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে।

সংবাদ সম্মেলনে শফিকুল আলম ছাড়াও উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন।

এর আগে, ৯ জুন সন্ধ্যা সাড়ে ৭টায় চার দিনের সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন অধ্যাপক ইউনূস। পরদিন ১০ জুন দুপুর ১২টার দিকে তিনি হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট