1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

সর্বোচ্চ ১০টি সিম, অতিরিক্ত সিম বাতিল হবে ৩ দিন পরেই

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে সর্বোচ্চ ১০টি সিম কার্ড নিবন্ধন করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

রোববার (২৬ অক্টোবর) বিটিআরসির এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম নিবন্ধিত আছে, তাদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) বা মালিকানা পরিবর্তন করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে, বিটিআরসি নিজ উদ্যোগে ওই অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গ্রাহকরা নিজেদের জাতীয় পরিচয়পত্রে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে পারেন সহজেই।
মোবাইল থেকে *১৬০০১# ডায়াল করে এনআইডির শেষ ৪ সংখ্যা লিখে সেন্ড করলে নিবন্ধিত সিমের সংখ্যা দেখা যাবে।

বিটিআরসি জানায়, অনেক গ্রাহকের অজান্তে তাদের নামে একাধিক সিম নিবন্ধিত রয়েছে, যা অপরাধমূলক কাজে ব্যবহারের ঝুঁকি তৈরি করে। এজন্যই সীমা ১০ সিমে নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিজের নামে অতিরিক্ত সিম থাকলে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ার বা সার্ভিস সেন্টারে গিয়ে সহজেই ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করা যাবে।

এদিকে সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সরকার পর্যায়ক্রমে একজন ব্যক্তির নামে নিবন্ধিত সিমের সংখ্যা ১০ থেকে কমিয়ে ২টিতে নামাতে চায়

তিনি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে এই সংখ্যা ৫ থেকে ৭টিতে নামানোর চেষ্টা চলছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার চেষ্টা চলছে, যাতে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যায়। রাজনৈতিক দলগুলো কিছু সমস্যার সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হবে।”

তিনি আরও যোগ করেন, “প্রশাসনের পদায়ন ও বদলিতে কোনো অনিয়ম হচ্ছে না।”

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!