
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর ইউপিএসের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানে তিনজন ক্রু ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
ইউপিএসের এক বিবৃতিতে জানানো হয়েছে, ফ্লাইট ২৯৭৬ নামের ওই বিমানে থাকা তিন ক্রুর সর্বশেষ অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ এক্স-এ পোস্ট দিয়ে জানিয়েছে, এয়ারফিল্ড সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
মার্কিন ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল ম্যাকডোনেল ডগলাস এমডি-১১ মডেলের। এটি লুইসভিলের মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে হাওয়াইয়ের ড্যানিয়েল কে. ইনৌয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল।
এফএএর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টা ১৫ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথ তদন্ত শুরু করেছে।
লুইসভিল মেট্রো পুলিশ জানিয়েছে, বিমানবন্দরের আশপাশের পাঁচ মাইল এলাকায় ‘শেল্টার ইন প্লেস’ নির্দেশ জারি করা হয়েছে। প্রাথমিকভাবে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দুর্ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া উড়তে দেখা গেছে, যদিও এসব ফুটেজের সত্যতা যাচাই করা হচ্ছে। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলমান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply