ঢাকা মহানগর উত্তর কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)-এর উদ্যোগে ভোক্তা অধিকার নিশ্চিতের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জুন) বাংলাদেশ ক্লাব লিমিটেড-এ আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর সিসিএস-এর কো-অর্ডিনেটর জনাব জাহাঙ্গীর আলম। সভা পরিচালনা করেন ইঞ্জিনিয়ার খন্দকার রাকিবুল ইসলাম রাজন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের ১৮ নম্বর আসনের জনপ্রিয় নেতা কপিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)-এর প্রতিষ্ঠাতা পলাশ মাহমুদ।
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর সিসিএস-এর সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন জেলা থেকে আগত আমন্ত্রিত সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় ভোক্তা অধিকার সংরক্ষণে করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।