
নির্বাচনের দিন সারাদেশের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রায় ৭২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের উদ্বেগ এবং জেলা প্রশাসকদের দাবির পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, সারাদেশে মারাত্মক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ২১ হাজার ৯৪৬টি। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক পরিবেশ ততই উত্তপ্ত হয়ে উঠছে। একই সঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিয়ে উদ্বেগও বাড়ছে।
ভোটকে ঘিরে সারাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে, তার প্রতিফলন দেখা গেছে মন্ত্রিপরিষদ বিভাগের সাম্প্রতিক প্রতিবেদনে। সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে সিসিটিভির আওতায় আনার দাবি জানান জেলা প্রশাসকরা। এতে সমর্থন জানায় বিভিন্ন রাজনৈতিক দলও।
এ অবস্থায় প্রতিটি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে ছয়টি করে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেয় মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্যে ২ হাজার ৩৯২টি ভোটকেন্দ্র সিটি করপোরেশন এলাকায় অবস্থিত। বাকি কেন্দ্রগুলো দেশের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে রয়েছে।
প্রতি ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ব্যয় ধরা হয়েছে ৩২ হাজার ৮০০ টাকা। সে অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় মোট ৭১ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৮০০ টাকা বরাদ্দ দেয়।
সরকারের এ উদ্যোগের মাধ্যমে নির্বাচনের দিন ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার হবে এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply