1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি: সিইসি নাসির উদ্দিন

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) রেফারির ভূমিকা পালন করবে। তিনি জানান, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে কমিশন বদ্ধপরিকর।

রোববার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ঈদ-পরবর্তী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, “আমরা রেফারির ভূমিকায় থাকবো। যারা খেলবে খেলুক, যারা জিতবে জিতুক। আমাদের দায়িত্ব একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, যাতে সব পক্ষ সমান সুযোগ পায়।”

তিনি আরও জানান, জাতীয় নির্বাচনের প্রস্তুতি ইতোমধ্যেই এগিয়ে চলেছে। অনেক কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বাকি কাজগুলোও সকলের সম্মিলিত প্রচেষ্টায় শেষ করতে হবে।

কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, “রমজানে আপনারা ওয়াদা করেছিলেন নিরপেক্ষভাবে কাজ করবেন। আজকেও আমি আপনাদের সেই শপথ স্মরণ করিয়ে দিতে চাই—কোনো দলের প্রতি পক্ষপাত না করে, আইন অনুযায়ী ও ন্যায়ের ভিত্তিতে কাজ করবেন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট