ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা সদরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা যুবদল।
বেলা ১১টায় নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নানের নেতৃত্বে একটি র্যালি চেয়ারম্যান মার্কেট এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা ও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের মনোনয়নপ্রত্যাশী এমএ হান্নান। সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ।
সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা যুবদলের আহ্বায়ক মীর মোস্তফা জালালের সভাপতিত্বে আরেকটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও মনোনয়নপ্রত্যাশী একেএম কামরুজ্জামান মামুন।
দুই স্থানের অনুষ্ঠানেই বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে আনন্দ উদযাপন করেন।