
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বাড়তি পদক্ষেপ নিয়েছে।
সকাল থেকেই উপাচার্যসহ প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন হলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। একাউন্টিং বিভাগে গিয়ে দেখা গেছে, পর্যবেক্ষক টিম ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, প্রার্থী প্রতিনিধি ও ভোটারদের সঙ্গে কথা বলছেন। তারা ভোটগ্রহণের পরিবেশ, ভোটারদের সারি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্বাচন যেন শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রতিটি হলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, আনসার ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করছেন।
এর আগে, দীর্ঘ ৩৫ বছর পর আয়োজিত এই নির্বাচনে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে একযোগে ভোটগ্রহণ চলছে। শিক্ষার্থীরা নিজ নিজ অনুষদের কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ধৈর্যের সঙ্গে ভোট দিচ্ছেন।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply