1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন

চাকসু নির্বাচনে ভিপি–জিএসসহ ২৪ পদে শিবির–সমর্থিত প্যানেলের জয়

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’। ভিপি ও জিএসসহ মোট ২৬টি পদে ভোট অনুষ্ঠিত হয়, যার মধ্যে ২৪টি পদেই জয়ী হয়েছেন এ প্যানেলের প্রার্থীরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ থেকে সহ-সভাপতি (ভিপি) পদে মো. ইব্রাহিম হোসেন রনি এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে সাঈদ বিন হাবিব নির্বাচিত হয়েছেন।

প্যানেলের বাইরে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রদল–সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক এবং সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী তামান্না মাহবুব প্রীতি জয় পেয়েছেন।

গতকাল (বুধবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা করা হয় ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে এবং ফলাফল সরাসরি দেখানো হয় ১৪টি এলইডি স্ক্রিনে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, হাতে ব্যবহৃত অমোচনীয় কালি নিয়ে কিছু বিচ্ছিন্ন অভিযোগ এলেও সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

ভোটের ফলাফল:

  • ভিপি (সহসভাপতি): ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ও ইতিহাস বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ৭,৯৮৩ ভোট,
    নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৪,৩৭৪ ভোট

  • জিএস (সাধারণ সম্পাদক): ইতিহাস বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সাঈদ বিন হাবিব পেয়েছেন ৮,০৩১ ভোট,
    ছাত্রদলের মো. শাফায়াত পেয়েছেন ২,৭৩৪ ভোট

  • এজিএস (সহ-সাধারণ সম্পাদক): ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আইয়ুবুর রহমান তৌফিক (ছাত্রদল) পেয়েছেন ৭,০১৪ ভোট,
    শিবির–সমর্থিত সাজ্জাত হোসেন পেয়েছেন ৫,০৪৫ ভোট

চাকসু নির্বাচনে মোট ২৭,৫১৬ জন ভোটারের মধ্যে ১৭,৭১৭ জন ভোট দিয়েছেন। অংশগ্রহণের হার ছিল ৬৫ শতাংশ

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!